‘Caesar’s wife must be above suspicion’—এই উক্তিটি কার?
Solution
Correct Answer: Option D
;আলোচ্য উক্তিটি একটি Proverb হিসেবে ব্যবহৃত হয়। Registration (1889) L.R 43 C.D 385 মামলার রায়ে প্রিভি কাউন্সিলের সাবেক সদস্য বিখ্যাত আইনবিদ Bowen L J বলেন- "Judges like Caesar's wife should be above suspicion" যার অর্থ- বিচারকদেরও Caesar'র স্ত্রীর মতো সকল প্রকার সন্দেহের উর্ধ্বে থাকা উচিত।
এ উক্তিটির প্রেক্ষাপট হচ্ছে- Julius Caesar -এর স্ত্রী Pomeia'র সাথে Puilus Cloudius -এর অবৈধ প্রেমের সম্পর্ক আছে- এমন অভিযোগে আদালত কর্তৃক Puilus Cloudius-কে Death Sentence তথা মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং Julius Caesar তার স্ত্রী Pomeia-কে Divorce দেন। যদিও অভিযোগটির বিষয়ে Julius Caesar-এর কাছে যথেষ্ট Evidence ছিল না। আদালত অভিযোগের বিষয়ে Julius Caesar-কে প্রশ্ন করলে তিনি বলেন, "Caesar's wife should be above suspicion." যার অর্থ- Caesar'র স্ত্রীকে সকল প্রকার সন্দেহের উর্ধ্বে থাকতে হবে।