Solution
Correct Answer: Option B
-Anna Karenina' একটি উপন্যাস যেটি রচনা করেছেন বিখ্যাত রাশিয়ান সাহিত্যিক Leo Tolstoy ।
-এটি প্রথম প্রকাশিত হয় ১৮৭৮ সালে ।
-অনেকে লেখক এটাকে greatest work হিসেবে মানেন ।
-Leo Tolstoy বেশি পরিচিত তার বিখ্যাত দুটি কাজের জন্য পরিচিত । একটি হচ্ছে War and Peace (1865–69) ।অপরটি Anna Karenina (1875–77)