Solution
Correct Answer: Option C
- ‘হারিকিরি’ (Harakiri) একটি জাপানি শব্দ।
- জাপানে প্রচলিত এক প্রকার সম্মানজনক আত্মহত্যা পদ্ধতিকে ‘হারিকিরি’ বলা হয়।
- এই শব্দটি মূলত জাপানি সামুরাই যোদ্ধাদের একটি প্রথাকে নির্দেশ করে, যা ‘সেপ্পুকু’ (Seppuku) নামেও পরিচিত।
- নিজের সম্মান রক্ষার্থে পেট কেটে মৃত্যুবরণ করার এই পদ্ধতি এখন রূপক অর্থে ব্যবহৃত হয়।
- বর্তমানে বাংলা ভাষায় ‘হারিকিরি’ শব্দটি সাধারণত স্বেচ্ছামৃত্যু বা নিজের ধ্বংস ডেকে আনা বোঝাতে ব্যবহৃত হয়।