Solution
Correct Answer: Option D
- 'The Waste Land' কোনো উপন্যাস বা Novel নয় বরং আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ পয়েম বা কবিতা।
- এটি ১৯২২ সালে প্রকাশিত হয় এবং এর রচয়িতা হলেন বিখ্যাত কবি ও নাট্যকার টি.এস. এলিয়ট (T.S. Eliot)।
- এই কবিতাটি আধুনিক জীবনের শূন্যতা, আধ্যাত্মিক সংকট এবং হতাশার চিত্র তুলে ধরার জন্য বিখ্যাত।
- অন্যদিকে, অপশনে থাকা 'Pride and Prejudice' হলো জেন অস্টেন রচিত ১৮১৩ সালে প্রকাশিত একটি বিখ্যাত উপন্যাস।
- 'Great Expectations' চার্লস ডিকেন্সের লেখা একটি ধ্রুপদী উপন্যাস, যা ১৮৬১ সালে প্রকাশিত হয়।
- 'Babu Bangladesh' বাংলাদেশী লেখক এবং কলামিস্ট নুমায়ের চৌধুরী রচিত একটি সাম্প্রতিক উপন্যাস।