Solution
Correct Answer: Option B
- Somniloquist শব্দটি ল্যাটিন শব্দ 'Somnus' বা ঘুম এবং 'loqui' বা কথা বলা থেকে এসেছে, যার অর্থ ঘুমের মধ্যে কথা বলা।
- অন্যদিকে, Somnambulist বলতে বোঝায় এমন ব্যক্তিকে যিনি ঘুমের মধ্যে হাঁটেন।
- Somniferous শব্দটি এমন কিছু নির্দেশ করে যা ঘুম আনে বা তন্দ্রার সৃষ্টি করে।
- Sleeptalker শব্দটি একটি সাধারণ ইংরেজি শব্দ, যা Somniloquist-এর সমার্থক হলেও এক কথায় প্রকাশের ক্ষেত্রে Somniloquist শব্দটিই সাহিত্যিক ও পারিভাষিকভাবে সঠিক।