'Pyongyang and Washington have finally come to a consensus' This is an example of-
Solution
Correct Answer: Option B
মেটোনিমি হলো এমন একটি অলংকারিক কৌশল যেখানে কোনো বস্তু বা ধারণাকে তার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অন্য কোনো শব্দ বা ধারণা দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে:
Pyongyang (পিয়ংইয়ং) উত্তর কোরিয়ার রাজধানী। এখানে 'পিয়ংয়ং' বলতে আসলে উত্তর কোরিয়ার সরকার বা কর্তৃপক্ষকে বোঝানো হচ্ছে।
Washington (ওয়াশিংটন) মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী। এখানে 'ওয়াশিংটন' বলতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বা কর্তৃপক্ষকে বোঝানো হচ্ছে।
সুতরাং, বাক্যটিতে সরাসরি দেশগুলোর নাম ব্যবহার না করে তাদের রাজধানীর নাম ব্যবহার করে সংশ্লিষ্ট সরকার বা রাষ্ট্রীয় ক্ষমতাকে বোঝানো হয়েছে, যা মেটোনমির একটি উৎকৃষ্ট উদাহরণ।