ক, খ- এর পিতা। কিন্তু খ, ক-এর ছেলে নয়। ক ও খ এর সম্পর্ক কী?
A পিতা-কন্যা
B ভাই-বোন
C বেয়াই-বেয়াইন
D মাতা-ছেলে
Solution
Correct Answer: Option A
প্রশ্নে বলা হয়েছে "ক, খ-এর পিতা। কিন্তু খ, ক-এর ছেলে নয়।" যদি ক, খ-এর পিতা হন এবং খ, ক-এর ছেলে না হয়, তাহলে খ অবশ্যই ক-এর মেয়ে হবে।