What is the name of world's first artificial satellite?
A PROBA
B Sputnik 1
C Palapa AI
D Explorer 1
Solution
Correct Answer: Option B
- স্পুটনিক ১ (Sputnik 1) হলো মহাকাশে সফলভাবে উৎক্ষেপিত বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট।
- এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (USSR) কর্তৃক ১৯৫৭ সালের ৪ অক্টোবর উৎক্ষেপণ করা হয়।
- এই ঘটনাটি মহাকাশ যুগে মানুষের প্রবেশ এবং দুই পরাশক্তির মধ্যে 'মহাকাশ প্রতিযোগিতা'র (Space Race) সূচনা করে।
- উপগ্রহটি একটি পালিশ করা ধাতব গোলক ছিল যার ব্যাস ছিল ৫৮ সেন্টিমিটার এবং এতে চারটি বাহ্যিক রেডিও অ্যান্টেনা ছিল।
- এটি প্রায় ৩ মাস কক্ষপথে ছিল এবং এরপর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে যায়।
- এক্সপ্লোরার ১ (Explorer 1) ছিল যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণ করা প্রথম এবং বিশ্বের তৃতীয় কৃত্রিম উপগ্রহ।