Solution
Correct Answer: Option A
*নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা ৯ আগস্ট, ১৯৪৫ তারিখে ঘটে। এই হামলার আগে ৬ আগস্ট, ১৯৪৫-এ হিরোশিমা শহরে প্রথম পারমাণবিক বোমা "লিটল বয়" নিক্ষিপ্ত হয়। এরপর, তিন দিন পর, ৯ আগস্টে নাগাসাকিতে "ফ্যাট ম্যান" নামক দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়।