What scientific theory proposed that Earth revolves around the sun?
Solution
Correct Answer: Option A
- প্রশ্নের সঠিক উত্তর হলো Heliocentrism, যা একটি জ্যোতির্বৈজ্ঞানিক মতবাদ।
- এই মতবাদ অনুসারে, সূর্য মহাবিশ্বের বা সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবীসহ অন্যান্য গ্রহগুলো তাকে কেন্দ্র করে ঘোরে।
- পোলিশ জ্যোতির্বিদ নিকোলাস কোপারনিকাস ১৫৪৩ সালে প্রথম এই মতবাদের আধুনিক রূপটি উপস্থাপন করেন।
- এর আগে মানুষ বিশ্বাস করত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে স্থির এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, যাকে Geocentrism বা ভূকেন্দ্রিক মতবাদ বলা হতো।
- অপশনে থাকা অন্য শব্দগুলোর মধ্যে Planetology বলতে গ্রহ সম্পর্কিত বিজ্ঞান এবং Cosmology বলতে মহাবিশ্বের উৎপত্তি ও গঠন সংক্রান্ত বিজ্ঞান বোঝায়।