In which year did the British East India Company gain control of Bengal after the Battle of Plassey?
A 1757
B 1765
C 1772
D 1793
Solution
Correct Answer: Option A
*১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপর নিয়ন্ত্রণ লাভ করে। এই যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী জয়লাভ করে। এই ঘটনা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূচনা করে এবং বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়।