তপন ও ৪ পুত্রের বয়সের গড় ২৩ বছর। তপনের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ২১ বছর। স্ত্রীর বয়স ৫৫ বছর হলে, রিপনের বয়স কত?

A ৬২ বছর 

B ৬৫ বছর 

C ৭২ বছর  

D ৭৫ বছর 

Solution

Correct Answer: Option B

তপনের ও ৪ পুত্রের বয়সের গড় ২৩ বছর
তপনের ও ৪ পুত্রের মোট বয়স = (২৩ × ৫) বছর = ১১৫ বছর

তপনের স্ত্রী ও ৪ পুত্রের বয়সের গড় = ২১ বছর
তপনের স্ত্রী ও ৪ পুত্রের মোট বয়স = (২১ × ৫) বছর = ১০৫ বছর

স্ত্রীর বয়স ৫৫ বছর
৪ পুত্রের মোট বয়স = (১০৫ - ৫৫) বছর
= ৫০ বছর

∴ তপনের বয়স = (১১৫ - ৫০) বছর
= ৬৫ বছর

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions