আব্দুল গণি বাড়ি থেকে বের হয়ে ৪ কি.মি. দক্ষিণে গিয়ে বামদিকে ৬ কি.মি. গেলেন। এরপর বামদিকে ৪ কি.মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৬ কি.মি. গেলেন। উনি বর্তমানে কোথায় আছেন?
A বাড়ি থেকে ২ কি.মি. পশ্চিমে
B নিজ বাড়িতে
C বাড়ি থেকে ৩ কি.মি. পশ্চিমে
D বাড়ি থেকে ২ কি.মি.পূর্বে
Solution
Correct Answer: Option B
আব্দুল গণি বাড়ি থেকে বের হয়ে ৪ কি.মি. দক্ষিণে গিয়ে বামদিকে ৬ কি.মি. যাওয়ার বলতে পারি, উনি পশ্চিমদিকে গেছেন।
এরপর বামদিকে ৪ কি.মি. যাওয়ার অর্থ তিনি উত্তর দিকে গেছে।
তিনি পুনরায় বামে ঘুরে অর্থাৎ পূর্ব দিকে(যেদিকে বাড়ি) ৬ কি.মি.(আগের সমান দূরত্ব) গেলেন। অর্থাৎ উনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।