কোন স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?
Solution
Correct Answer: Option C
ধরি, ঐ স্থানে X জন লোক ছিল।
প্রশ্নানুসারে,
মোট লোক সংখ্যা = মোট পাঁচ পয়সার সংখ্যা।
তাই, প্রত্যেকে 1 টি করে পাঁচ পয়সা জমা দিয়েছিল।
শর্তমতে,
5 × 1 × X = 31.25 × 100
বা, 5X = 3125
∴ X = 625
সুতরাং, ঐ স্থানে 625 জন লোক ছিল।