চর্যাপদের অধাত্মভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে -

A সমাজচিত্র

B জীবনভাবনা

C ভাষা

D কাব্যিকতা

Solution

Correct Answer: Option A

- চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন।
- নব্য ভারতীয় আর্য ভাষারও প্রাচীনতর রচনা এটি। এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদের একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন।
- চর্যাপদে পূর্ব-ভারতের মানুষের জীবনচিত্র প্রাধান্য পেয়েছে।
- সমাজচিত্রের মাধ্যমে চর্যাপদের অধ্যাত্মভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions