Solution
Correct Answer: Option A
কম্পিউটারের বাংলা ফ্রন্টের জনক- মোস্তফা জব্বার। কম্পিউটারের বাংলা কী বোর্ড হলো বিজয়। বিজয় কী-বোর্ড হলো মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ও এস এবং লিনাক্স এ গ্রাফিক্যাল লে আউট পরিবর্তক এবং ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার সফটওয়্যার। এটি আবিষ্কার ও এর উন্নয়ন সাধনের পেছনে মূল অবদান মোস্তফা জব্বার নামক ব্যক্তির।