কোন প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে ?

A    এররিং

B    কারেক্টিং

C    ম্যানেজিং

D    ডিবাগিং

Solution

Correct Answer: Option D

কোন সফটওয়্যার প্রোগ্রাম লেখার পর টেস্ট করে দেখতে হয় যে ,কোডে কোন ভুল আছে কি না, এটিই টেস্টিং । টেস্টিং এরপরে ভুল সংশোধন করার প্রক্রিয়াই হল ডিবাগিং ।কম্পাইল করা হচ্ছে কোডকে মেশিন ভাষায় রুপান্তর করা এবং রান করা হচ্ছে মেশিন কোডকে এক্সিকিউট করা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions