নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?

A আরেক ফাল্গুন

B আগুনের পরশমণি

C হাঙর নদী গ্রেনেড

D রাইফেল রোটি আওরাত

Solution

Correct Answer: Option A

জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস 'আরেক ফাল্গুন ' .১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন ,জনতার সম্মিলন , ছাত্র /ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ,তাদের প্রেম -প্রণয় ইত্যাদি এই উপন্যাসের মূল বিষয়। 
- হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস 'আগুনের পরশমণি '.
- ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে যশোরের কালীগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে সেলিনা হোসেন ১৯৭২ সালে একটি গল্প লেখেন। পরবর্তীতে এটি 'হাঙর নদীর গ্রেনেড ' উপন্যাসে রুপান্তরিত করেন ।
- আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস 'রাইফে রোটি আওরাত ' ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions