Solution
Correct Answer: Option B
যে word কোন verb, Adjective, or অন্যকোন Adverb, Preposition বা Conjunction কে বিকশিত করে বা Modify করে তাহাকে Adverb বলা হয়। যে Word সাধারণত Verb, Adjective বা অন্য কোন Adverb এর ভাব, অবস্থা, পরিমাণ, সময় প্রভৃতি প্রকাশ করে বা বোঝায় তাকে Adverb বলা হয়।
এখানে well হচ্ছে adverb of manner .