কৌতূহলী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
A নিস্পৃহ
B নিষ্প্রভ
C নিষ্পিষ্ট
D নিশ্চেষ্ট
Solution
Correct Answer: Option A
কৌতূহলী' শব্দের বিপরীতার্থক শব্দ নিস্পৃহ।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দঃ
সচেষ্ট - নিশ্চেষ্ট
শায়িত - উত্থিত।
রুষ্ট - তুষ্ট।
ভূত - ভবিষ্যত
বহুল - বিরল
প্রবনতা - উদাসীনতা।