ঈদের সময় একটি জামা নির্মাতা ২০% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো। খুচরা বিক্রেতা আবার জামাটি ক্রেতার কাছে ২০% লাভে বিক্রয় করল। যদি ঐ জামাটির খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত টাকা?

A    ১৪০

B    ১২০

C    ১৪৪

D    ১২৪

Solution

Correct Answer: Option C

 

২০% লাভে,

খরচ ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১২০ টাকা

২০%লাভে,

ক্রয়মূল্য ১২০ টাকা হলে খুচরা বিক্রয় মূল্য = ১২০+(১২০ এর ২০/১০০)=১২০+২৪=১৪৪ টাকা 

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions