Which one is Ernest Hemingway's first novel?
A For Whom the Bell Tolls
B The Old Man and The Sea
C A Farewell to Arms
D The Sun Also Rises
Solution
Correct Answer: Option D
- 'The Sun Also Rises' উপন্যাসটি রচনা করেন আমেরিকার বিখ্যাত কবি Ernest Hemingway.
- এটি তাঁর রচিত প্রথম উপন্যাস।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপ-আমেরিকার তরুণ প্রজন্মের উপর যে নেতিবাচক প্রভাব পড়েছিল সে বিষয়টি এ উপন্যাসে তুলে ধরা হয়েছে।
- তারা যুদ্ধে প্রত্যক্ষ-পরোক্ষ ক্ষতির শিকার হয়ে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াত।
- এ উপন্যাসের চরিত্রগুলো ছিল অশান্ত ও অস্থির প্রকৃতির।
- তাদের মধ্যে নৈতিকতা খুব কম আছে এবং তারা সবসময় নিঃসঙ্গতা অনুভব করতো।
- তাই আমেরিকান লেখকরা এই প্রজন্মকে পথ হারানো প্রজন্ম বলে অবিহিত করেছেন।
Hemingway এর অন্যান্য উপন্যাস:
- The Old Man and The Sea,
- A Farewell to Arms,
- For Whom the Bell Tolls etc.