ঘাটে বাধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিড়ে দুই ঘন্টায় ৭.৫০ কিমি দূরে চলে গেল।পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে ৩ ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনল।দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল?

A ঘন্টায় ৬.২৫ কিমি 

B ঘন্টায় ৬ কিমি

C ঘন্টায় ৩ কিমি

D ঘন্টায় ৫ কিমি

Solution

Correct Answer: Option A

প্রদত্ত তথ্য সমূহ গতিবেগ আকারে দেয়া নেই,তাই আমাদেরকে গতিবেগে রুপান্তর করে নিতে হবে।জোয়ারের টানে যাওয়ার অর্থ হচ্ছে এখানের নৌকার কোনো বেগ কাজ করেনি।
অতএব স্রোতের বেগ = ৭.৫০/২ = ৩.৭৫ কিমি/ঘন্টা
(ঘাটে ফিরিয়ে আনা প্রতিকূল হবে)
প্রতিকূলের গতিবেগ =৭.৫০/৩=২.৫ কিমি/ঘন্টা

আমরা জানি,প্রতিকূলের গতিবেগ = নৌকার বেগ - স্রোতের বেগ
বা,২.৫ =নৌকার বেগ - ৩.৭৫
 নৌকার বেগ =২.৫+৩.৭৫=৬.২৫

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions