Solution
Correct Answer: Option A
-Jauguar হচ্ছে Ted Hughes এর লিখা একটি কবিতা
-Ted Hughes ছিলেন কবি ও শিশু সাহিত্যিক ।
-তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠকবি মনে করা হয় ।
- 1984-1998 সালে পর্যন্ত তিনি ব্রিটেনের সভাকবি ছিলেন ।
-তাঁর বিখ্যাত কবিতা Pike,Jaguar,Relic etc