Don't ... just get your bags and let's go!
Solution
Correct Answer: Option B
সঠিক বাক্য: Don't dilly-dally, just get your bags and let's go!
ব্যাখ্যা:
- 'Dilly-dally' (verb) মানে হলো সময় নষ্ট করা, দেরি করা বা অনর্থক দোদুল্যমান থাকা। যখন কাউকে দ্রুত সিদ্ধান্ত নিতে বা দ্রুত কাজ করতে বলা হয়, তখন এই শব্দটি ব্যবহার করা হয়।
উদাহরণ:
- Stop dilly-dallying and finish your homework! (সময় নষ্ট করা বন্ধ করো এবং তোমার কাজ শেষ করো!)
- We don't have time to dilly-dally; let's move quickly. (আমাদের দেরি করার সময় নেই; চল দ্রুত যাই!)
অন্য অপশনগুলো ভুল কারণ:
'Dilly-dilly' অর্থহীন শব্দ।
'Dally-dilly' ও 'Dally-dally' সঠিক ইংরেজি শব্দ নয়।