সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (জুনিয়র শিক্ষক) - ০৭.০২.২০২৫ (58 টি প্রশ্ন )
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ৮০ বর্গ গজ
∴ ১ বিঘা = ২০ × ৮০ = ১৬০০ বর্গ গজ
- ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ট।
- সংখ্যা গুলো হলোঃ (২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭)।

সহজে মনে রাখার জন্য:
১-১০: (২, ৩, ৫, ৭) [৪টি]
১১-২০: (১১, ১৩, ১৭, ১৯) [৪টি]
২১-৩০: (২৩, ২৯) [২টি]
৩১-৪০: (৩১, ৩৭) [২টি]
৪১-৫০: (৪১, ৪৩, ৪৭) [৩টি]
৫১-৬০: (৫৩, ৫৯) [২টি]
৬১-৭০: (৬১, ৬৭) [২টি]
৭১-৮০: (৭১, ৭৩, ৭৯) [৩টি]
৮১-৯০: (৮৩, ৮৯) [২টি]
৯১-১০০: (৯৭) [১টি]

- ১০১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক ২১টি।
- সংখ্যা গুলো হলোঃ (১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯, ১৫১, ১৫৭, ১৬৩, ১৬৭, ১৭৩, ১৭৯, ১৮১, ১৯১, ১৯৩, ১৯৭, ১৯৯)।

সহজে মনে রাখার জন্য:
১০১-১১০: (১০১, ১০৩, ১০৭, ১০৯) [৪টি]
১১১-১২০: (১১৩) [১টি]
১২১-১৩০: (১২৭) [১টি]
১৩১-১৪০: (১৩১, ১৩৭, ১৩৯) [৩টি]
১৪১-১৫০: (১৪৯) [১টি]
১৫১-১৬০: (১৫১, ১৫৭) [২টি]
১৬১-১৭০: (১৬৩, ১৬৭) [২টি]
১৭১-১৮০: (১৭৩, ১৭৯) [২টি]
১৮১-১৯০: (১৮১) [১টি]
১৯১-২০০: (১৯১, ১৯৩, ১৯৭, ১৯৯) [৪টি]
xyz = 280
এখানে,
y এর মান শূন্য (0) হতে পারে না,
কারণ 0 হলে সেক্ষেত্রে সমীকরণের গুণফল হবে 0।
১২৫ = ৫ × ৫ × ৫
      = ৫ × (৫ × ৫)
এখানে ৫ জোড়া বিহীন
৫ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে।
মনেকরি, একটি সংখ্যা x
এবং, অপর সংখ্যাটি x + ১
শর্তমতে, (x + ১) - x= ১৯৯
⇒ x+ ২x + ১ - x = ১৯৯
⇒ ২x + ১ = ১৯৯
⇒ x = ১৯৯ – ১
⇒ ২x = ১৯৮
∴ x = ৯৯
∴  একটি সংখ্যা = ৯৯ এবং অপর সংখ্যাটি = ৯৯ + ১ = ১০০
৭২
= ১ × ৭২
= ২ × ৩৬
= ৩ × ২৪
= ৪ × ১৮
= ৬ × ১২
= ৮ × ৯

৭২ এর ভাজকসমূহ
১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২

∴ মোট ভাজক সংখ্যা ১২টি
মনেকরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৩৮১ - ক = ক - ৩০১
বা, ক + ক = ৩৮১ + ৩০১
বা, ২ক = ৬৮২
∴ ক = ৩৪১
৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা 
১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা

২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ ১টি আম বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা

∴ লাভের হার = {(১/৬) × ১০০}/(১/৩) = ৫০ টাকা
a - {a - (a + 1)}
= a - {a - a - 1}
= a - {-1}
= a + 1

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১২% কমে
১০০ টাকায় চালের মূল কমে ১২ টাকা
 ৬০০০ টাকায় চালের মূল কমে (১২ × ৬০০০)/১০০
                                     = ৭২০ টাকা

৭২০ টাকায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় ।
অর্থাৎ ১ কুইন্টাল চালের বর্তমান মূল ৭২০ টাকা। 
ভূ-অভ্যন্তরে কোনো কারণে দ্রুত বিপুল শক্তি মুক্ত হওয়ায় ভূ-পৃষ্ঠে যে প্রবল ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয়, তাকে ভূমিকম্প বলে।
ভূমিকম্প সৃষ্টির জন্য এক ধরনের তরঙ্গের সৃষ্টি হয়। এ তরঙ্গ উৎপত্তিস্থল থেকে চারদিকে ছড়িয়ে পড়ে।

-ভূমিকম্প সৃষ্টির উৎপত্তিস্থলকে কেন্দ্র (Focus) বলে।
-কেন্দ্র থেকে লম্বালম্বিভাবে ভূ-পৃষ্ঠের উপরিস্থ বিন্দু উপকেন্দ্র এপিসেন্টার(Epicentre) হিসেবে পরিচিত।
-ভূমিকম্প কেন্দ্রের গভীরতা ৫ থেকে ১১০০ কিলোমিটারের বেশি হতে পারে।

ভূকম্পন কেন্দ্রের অবস্থানের ভিত্তিতে কেন্দ্রকে তিনটি ভাগে ভাগ করা যায়। যেমন:-
১.অগভীর কেন্দ্ৰ ৫-৬০ কি.মি.,
২.মাঝারি কেন্দ্র ৬০-৩০০ কি.মি. এবং
৩.গভীর কেন্দ্র ৩০০ কি.মি. এর অধিক।
- HMPV-এর পূর্ণরূপ হলো Human Metapneumo virus, যা একটি সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস।
- এটি মূলত শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়।
- ২০০১ সালে নেদারল্যান্ডসে এটি প্রথম আবিষ্কৃত হয়। এই ভাইরাস ঠান্ডা-জাতীয় উপসর্গ সৃষ্টি করে, যেমন কাশি, সর্দি, গলা ব্যথা, এবং কখনো কখনো নিউমোনিয়ার মতো গুরুতর সমস্যা।
- কোনো মাধ্যমে শব্দ প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে।
- যে মাধ্যমের ঘনত্ব যত বেশি এবং স্থিতিস্থাপক সে মাধ্যমের শব্দের বেগ তত বেশি।
- এজন্য কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি।
- লোহা কঠিন মাধ্যম। তাই লোহার মধ্যে শব্দের বেগ বেশি
- শূন্যমাধ্যমে শব্দের বেগ শূন্য।
- যেসব ধাতু পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে তাদেরকে ক্ষার ধাতু বলে।
- যেমন: লিথিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ও ফ্রান্সিয়াম।
- ক্ষার ধাতু সমূহের তাপ পরিবাহকতা ও তাপ স্থানান্তর করার ক্ষমতা বেশি হওয়ায় পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়।
রক্তের গ্রুপ: A, B, AB এবং O
রক্তের গ্রুপ হল রক্ত কণিকার প্লাজমা মেমব্রেনে অবস্থিত বিভিন্ন অ্যান্টিজেনের উপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণিবিন্যাস।

চার ধরনের রক্তের গ্রুপ আছে:
A: A অ্যান্টিজেন
B: B অ্যান্টিজেন
AB: A এবং B উভয় এন্টিজেন
O: A বা B এন্টিজেন নেই

অ্যান্টিজেন হল কোষের পৃষ্ঠে থাকা প্রোটিন বা কার্বোহাইড্রেট যা ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে। অ্যান্টিবডি হল রক্তের প্লাজমায় থাকা প্রোটিন যা অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করে।

রক্তের গ্রুপ নির্ধারণ:
A রক্তের গ্রুপে A অ্যান্টিজেন এবং Anti-B অ্যান্টিবডি থাকে।
B রক্তের গ্রুপে B অ্যান্টিজেন এবং Anti-A অ্যান্টিবডি থাকে।
AB রক্তের গ্রুপে A এবং B উভয় এন্টিজেন থাকে, কিন্তু কোন অ্যান্টিবডি থাকে না।
O রক্তের গ্রুপে A বা B এন্টিজেন থাকে না, কিন্তু Anti-A এবং Anti-B উভয় অ্যান্টিবডি থাকে।

O রক্তের গ্রুপ "সার্বজনীন দাতা" হিসেবে পরিচিত কারণ এতে A বা B এন্টিজেন নেই।
AB রক্তের গ্রুপ "সার্বজনীন গ্রহীতা" হিসেবে পরিচিত কারণ এতে Anti-A বা Anti-B অ্যান্টিবডি নেই।

- সঠিক উত্তর হলো B) রেকটিফায়ার।

- রেকটিফায়ার হলো একটি যন্ত্র যা এসি (অলটারনেটিং কারেন্ট) কে ডিসি (ডিরেক্ট কারেন্ট) এ রূপান্তরিত করে।
- এটি সাধারণত ডায়োড ব্যবহার করে কাজ করে, যা একমুখী প্রবাহের জন্য ডিজাইন করা হয়েছে।
- রেকটিফায়ার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সিঙ্গেল-ফেজ এবং থ্রি-ফেজ রেকটিফায়ার, এবং এটি পাওয়ার সাপ্লাই সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

- অন্য অপশনগুলো যেমন এমপ্লিফায়ার, ডায়োড, এবং ট্রানজিস্টর বিভিন্ন বৈদ্যুতিক কাজের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এসিকে ডিসি করার জন্য বিশেষভাবে রেকটিফায়ারই ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর হলো রেকটিফায়ার।


- শুষ্ক বরফ হল হিমায়িত কার্বন ডাই অক্সাইড।
- এটি -৭৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমাট বাঁধে এবং কঠিন অবস্থা থেকে তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। তাই এর নাম শুষ্ক বরফ।
- ভূ-পৃষ্ঠের কোন নির্দিষ্ট পরিমাণ স্থানের উপর বায়ু যে পরিমাণ চাপ প্রদান করে তাকে বায়ুর চাপ বলে।
- সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি।
- যার পরিমাণ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন বা ৭৬ সেন্টিমিটার।
- সালোকসংশ্লেষণ হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। 
- এই প্রক্রিয়ায়, সূর্যের আলোর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। 
- সালোকসংশ্লেষণের কর্মদক্ষতা হলো সূর্যের আলোর শক্তির কত শতাংশ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
- এই কর্মদক্ষতা সাধারণত ৩-৬% হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- রেনিন হলো একটি জারক রস যা পাকস্থলীর প্রাথমিক অংশে গ্যাস্ট্রিক কোষ থেকে উৎপন্ন হয়।
- এটি একটি প্রোটিন বিশ্লেষক এনজাইম যা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে কাজ করে।
- রেনিন দুধের প্রোটিন ক্যাসিনেটকে ক্যাসিনোজেনে রূপান্তর করে, যা পরে পাকস্থলীর অন্যান্য এনজাইম দ্বারা পচে যায়।
- ক্যাসিনোজেন একটি জমাট বাঁধার প্রোটিন যা দুধকে জমাট বাঁধতে সাহায্য করে।

- পেপসিন এবং ট্রিপসিন আমিষকে পরিপাক করে। অ্যামাইলেজ শর্করাকে।
- দূরবর্তী নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি থেকে শুরু করে আমাদের পৃথিবী এবং অতি ক্ষুদ্র অণু-পরমাণু সবকিছু নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড গঠিত।
- বিগ ব্যাঙ এর ৩০০ থেকে ৫০০ মিলিয়ন বছরের মধ্যে মহাকর্ষের প্রভাবে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের পরমাণু সমূহ মহাবিশ্বের বিভিন্ন স্থানে আলাদাভাবে একত্রিত হতে শুরু করে এবং নিজস্ব মহাকর্ষের প্রভাবে জমাট বাঁধতে থাকে এবং সংকোচিত হয়।
- ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে নিউক্লিয় বিক্রিয়া শুরু হয় এবং কালক্রমে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু সৃষ্টি হয়।
- বিশ্বব্রহ্মাণ্ড বা মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস।

- যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর ‘লস অ্যালোমস ন্যাশনাল ল্যাবরেটরি'র মতে, মহাবিশ্বে যত গ্যাস আছে, তার মধ্যে প্রায় ৯০ শতাংশ হাইড্রোজেন।

অন্যদিকে,
- পৃথিবীকে ঘিরে যে বহু স্তর যুক্ত গ্যাসীয় আবরণ বিদ্যমান তাকে বায়ুমণ্ডল বলে।
- এটি ভূপৃষ্ঠ হতে উপড়ের দিকে প্রায় ১০,০০০ কি.মি. পর্যন্ত বিস্তৃত।
- উচ্চতা যত বৃদ্ধি পায়, বায়ুর চাপ তত কমতে থাকে।
- পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে বায়ুমণ্ডল ভূ-পৃষ্ঠের চারদিকে জড়িয়ে থাকে।
- বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস। যার পরিমাণ ৭৮.০২ শতাংশ।
- সঠিক উত্তর হলো B) লাইপেজ।

- লাইপেজ হলো একটি এনজাইম যা স্নেহ জাতীয় খাদ্য, বিশেষ করে চর্বি, হজমে সাহায্য করে।
- এটি চর্বিকে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে ভেঙে দেয়, যা শরীরের জন্য শোষণযোগ্য।

অন্যদিকে,
- ট্রিপসিন প্রোটিন হজমে, টায়ালিন এবং অ্যামাইলেজ কার্বোহাইড্রেট হজমে সহায়তা করে।
- তাই স্নেহ জাতীয় খাদ্য হজমে লাইপেজই প্রধান ভূমিকা পালন করে।
- সঠিক উত্তর হলো A) আগুন নেভানো।

- ফস-চেক হলো একটি বিশেষ ধরনের যন্ত্র যা আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ফসফরাস বা অন্যান্য রাসায়নিক পদার্থের সাহায্যে আগুনের তীব্রতা কমাতে এবং দ্রুত আগুন নেভাতে কার্যকর।
- ফস-চেকের ব্যবহার বিশেষ করে শিল্পে এবং অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
- বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা হলো ০.০৫ পিপিএম (mg/L)।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পানিতে আর্সেনিকের নিরাপদ মাত্রা নির্ধারণ করেছে ০.০১ পিপিএম, তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য ০.০৫ পিপিএম পর্যন্ত সহনীয় হিসেবে বিবেচিত হয়।
- ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি বাংলাদেশের একটি বড় পরিবেশগত সমস্যা, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
- এই মাত্রা নির্ধারণের মাধ্যমে পানির গুণগত মান নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হয়।
- পীতরাজ হলো বাংলাদেশের অন্যতম তেলবীজ।
- এটি একটি চিরসবুজ বৃক্ষ, যার বৈজ্ঞানিক নাম Aphanamixis polystachya।
- পীতরাজ গাছের বীজ থেকে তেল উৎপাদন করা হয়, যা বিভিন্ন শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- এটি বাংলাদেশের তেলবীজ ফসলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত।
- পীতরাজ গাছের তেল জীবাণুনাশক এবং ঔষধি গুণাবলীর জন্য পরিচিত।
- স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
- ১৯৭৭ সালে সরকার এ পুরস্কার প্রবর্তন করেন।
- বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার।
- বাংলা ভাষা ও সাহিত্যক্ষেত্রে অবদানের স্বীকৃতস্বরূপ ১৯৬০ সালে 'বাংলা একাডেমি পুরস্কার' প্রবর্তন করা হয়।
- একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। ১৯৭৬ সালে এটি প্রবর্তন করা হয়।
- বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত ধান হলো বোরো ধান।
- এটি শীতকালীন মৌসুমে চাষ করা হয় এবং সেচনির্ভর হওয়ায় এর উৎপাদনশীলতা অন্যান্য ধানের তুলনায় বেশি।
- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, বোরো ধানের উৎপাদন পরিমাণ প্রায় ১৯১.৯২ লক্ষ মেট্রিক টন, যা আমন ও আউশ ধানের তুলনায় অনেক বেশি।
- বোরো ধানের চাষ সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে শুরু হয় এবং এপ্রিল থেকে জুন মাসে ফসল কাটা হয়।
- উচ্চ ফলনশীল জাত (HYV) এবং হাইব্রিড জাতের ব্যবহার বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- বাংলাদেশে বর্তমানে ৬টি ইলিশের অভয়াশ্রম রয়েছে।
- এগুলো ইলিশের প্রজনন ও জাটকা সংরক্ষণের জন্য নির্ধারিত বিশেষ এলাকা।
- অভয়াশ্রমগুলো হলো:
১) চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকা।
২) ভোলার মদনপুর/চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর শাখার ৯০ কিলোমিটার এলাকা।
৩) ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা।
৪) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকা।
৫) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা।
৬) বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর ও গজারিয়া নদীর ৮২ কিলোমিটার এলাকা।

এই অভয়াশ্রমগুলোতে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়, যা ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলো গ্রিনহাউস গ্যাস কমাতে হিমশিম খেলেও, ভুটানের নেতৃত্বে চার কার্বন নিরপেক্ষ দেশ—ভুটান, পানামা, সুরিনাম, ও মাদাগাস্কার—‘জি-জিরো’ নামে একটি নতুন গোষ্ঠী তৈরি করেছে।
- বাকুতে ‘কপ ২৯’-এর আসরে সেই গোষ্ঠী গঠনের পর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেন, ‘এই মুহূর্তে পৃথিবীতে যে কয়টি কার্বনহীন অথবা কার্বন নিরপেক্ষ দেশ রয়েছে, ভুটান সেগুলোর অন্যতম। আমরা চাই, আমাদের মডেল অন্যরাও গ্রহণ করুক। নতুন এই গোষ্ঠী সেই লক্ষ্য পূরণে কাজ করবে।’

তথ্যসূত্র: প্রথম আলো। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- মআয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হলো সুইডেন।
- সুইডেনের মোট আয়তন ৪৫০,২৯৫ বর্গকিলোমিটার

• নর্ডিক অঞ্চলে মোট পাঁচটি দেশ আছে:
- আইসল্যান্ড
- ডেনমার্ক
- নরওয়ে
- সুইডেন
- ফিনল্যান্ড। 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0