একটি ঘড়ি ১২ ঘণ্টায় ৫ মিনিট পিছিয়ে যায়। এটি সঠিক সময় দেখানোর জন্য প্রতি ঘণ্টায় কত দ্রুত করতে হবে?
A ২৫ সেকেন্ড
B ২০ সেকেন্ড
C ১৫ সেকেন্ড
D ১০ সেকেন্ড
Solution
Correct Answer: Option A
ঘড়িটি ১২ ঘণ্টায় ৫ মিনিট পিছিয়ে যায়।
অর্থাৎ, ৫ মিনিট = ৫ × ৬০ = ৩০০ সেকেন্ড।
১২ ঘণ্টায় পিছিয়ে যায় ৩০০ সেকেন্ড
১ ঘণ্টায় পিছিয়ে যায় ৩০০/১২ = ২৫ সেকেন্ড
∴ সঠিক সময় দেখানোর জন্য প্রতি ঘণ্টায় ২৫ সেকেন্ড দ্রুত করতে হবে