একটি ঘড়ি দুপুর ১২ টা থেকে চলতে শুরু করেছে। ৫ টা ১০ মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি ঘুরবে?
Solution
Correct Answer: Option A
আমরা জানি,
ঘন্টার কাঁটা প্রতি ঘণ্টায় 30° ঘোরে
তাহলে, ৫ ঘণ্টায় ঘন্টার কাঁটা ঘুরবে = 5 × 30° = 150°
আবার,
ঘন্টার কাঁটা প্রতি মিনিটে 0.5° ঘোরে
তাহলে, ১০ মিনিটে ঘুরবে = 10 × 0.5° = 5°
∴ মোট ডিগ্রি হবে = 150° + 5° = 155°