ভুমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? 

A     ব্যারোমিটার

B    সিসমোমিটার

C    ল্যাকটোমিটার

D    থার্মোমিটার 

Solution

Correct Answer: Option B

 

সিসমোগ্রাফ এবং সিসমোমিটার অনেক সময়েই সমার্থক হিসেবে ব্যবহৃত হয়. কিন্তু সিসমোগ্রাফ দ্বারা সাধারণতঃ পুরনো যুগে ব্যবহৃত ভু-কম্পন মাপক যন্ত্রকে বুঝায়. অপরদিকে সিসমোমিটার দ্বারা বর্তমান যুগে ব্যবহৃত অত্যাধুনিক পরিমাপ এবং বিশ্লেষনের সুযোগ-সুবিধা সম্বলিত ভু-কম্পন মাপককে বুঝায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions