;Rahim ranks seventh from the top and twenty-sixth from the bottom. How many students are there in the class?
Solution
Correct Answer: Option B
মোট ছাত্রসংখ্যা বের করার জন্য সূত্র হলো —
মোটছাত্রসংখ্যা=উপরেরর্যাঙ্ক+নিচেরর্যাঙ্ক−১
- কারণ, রহিমকে দুইবার গণনা করা হয় (একবার উপরের দিক থেকে, আরেকবার নিচের দিক থেকে), তাই একবার বিয়োগ করতে হয়।
এখন,
=7+26−1=32
অতএব, মোট ছাত্রসংখ্যা ৩২ জন।
উত্তরঃ (B) 32