পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা -২০১৯ (99 টি প্রশ্ন )

Glad (খুশি) শব্দটি adjective । শব্দটির verb form হলো gladden (খুশি করা; আনন্দিত করা) । 


সঠিক বানানযুক্ত word হলো assumption (আসামপশন) । শব্দটির অর্থ অনুমান; পূর্ব ধারণা । 


- অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলা হয় ফিটকিরি।
- ফিটকিরি এর রাসায়নিক সংকেতঃ [K2SO4.Al2(SO4)3.24H2O
- এর অন্য নাম- পটাশ অ্যালাম।

Make the complement + verb -এর simple form ব্যবহৃত হয় । অতএব, blank space -এর জন্য সঠিক verb form হলো work । 



ডেটা Transfer এর জন্য ব্যবহৃত একটি ওপেন তারবিহীন প্রটোকল। এটি সাধারণত ১০-১০০ মিটারে কাজ সম্পন্ন করতে পারে। ডেনমার্কের রাজা Harold Bluetooth এর নামনুসারে ব্লুটুথ নামকরণ করা হয়। ১৯৯৪ সালে টেলিকম ভেন্ডর এরিকসন Bluetooth উদ্ভাবন করেন। এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। এটি Radio Wave ডেটা ট্রান্সফার করে থাকে। সাধারণত Bandwidth হচ্ছে 1Mbps.

Bring to book অর্থ কৈফিয়ত চাওয়া; নেওয়া বা দিতে বাধ্য করা; শাস্তি বা দণ্ডিত করা । phrase টির অর্থ প্রকাশ পায় to rebuke দ্বারা । Rebuke অর্থ তিরস্কার বা ভৎসনা করা; দমন করা । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

     a2+1/a2 = 51 

=>(a - 1/a)^2 + 2a. 1/a = 51 

=> (a - 1/a)^2 = 51 - 2 

=> (a - 1/a)^2 = 49 

=> a - 1/a = ±7  



1. 'Jeer at' হলো সঠিক ব্যবহার কারণ:
- Jeer শব্দের অর্থ: বিদ্রূপ করা/ঠাট্টা করা
- এর সাথে সবসময় 'at' preposition ব্যবহৃত হয়

2. অন্যান্য গুলি ভুল কেন:
- for: 'jeer for' কোনো অর্থবহ প্রয়োগ নয়
- bye: এটি একটি বিদায় সূচক শব্দ, preposition নয়
- from: 'jeer from' ব্যাকরণগতভাবে ভুল

ব্যবহারের উদাহরণ:
- Don't jeer at others' misfortune
- The crowd jeered at the defeated team
- It's not nice to jeer at someone's mistakes

মনে রাখার বিষয়:
- Jeer সবসময় 'at' এর সাথে ব্যবহৃত হয়
- এটি একটি Fixed Preposition এর উদাহরণ


Here দ্বারা বাক্যে শুরু হলে main verb টি subject এর পূর্বে চলে আসে । সুতরাং present indefinite tense এর structure অনুযায়ী সঠিক বাক্যঃ Here comes the bus । 


Third conditional -এর result clause -এর structure: sub + would have + verb -এর p.p + extension । সুতরাং structure অনুযায়ী সঠিক expression হলোঃ I would have talked to him । 


কান্তজীর মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত আঠারো শতকের একটি স্থাপত্যশৈলী। কান্তজীর মন্দিরের দেয়ালের গায়ে পোড়ামাটির অলঙ্করণে পৌরাণিক কাহিনী লিপিবদ্ধ রয়েছে। মহারাজা প্রাণনাথ ১৭২২ সালে এ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার দত্তকপুত্র মহারাজা রামনাথ ১৭৫২ সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন করেন।

 n = (I×100)/(p×r) = (273×100)/(650×7)  = 6 বছর । 


সঠিক বানান- সংজ্ঞা
'রাইফেল রোটি আওরাত' মুক্তিযুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস। রচয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আনোয়ার পাশা। এর আখ্যানকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়
Comparative (Adjective): তুলনামূলক, অপেক্ষাকৃত অন্যের তুলনায়, দুইয়ের মধ্যে অধিক বোঝানোর জন্য বিশেষণ বা ক্রিয়াবিশেষণ

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

৬ বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থকোণের সমষ্টি 

 = (৬ - ২) × ১৮০^o  

= ৪ × ১৮০^o  

= ৪ × ২ × ৯০^o  

= ৮ × ৯০^o  

= ৮ সমকোণ  


চতুর্থী তৎপুরুষ বা সম্প্রদান/নিমিত্ত তৎপুরুষ সমাসের উদাহরণ হলোঃ দেবদত্ত - দেবকে দত্ত; গুরুভক্তি - গুরুকে ভক্তি।

প্রদত্ত বাক্যে school শব্দটি noun 'boy' -কে modify করায় school শব্দটি বাক্যে adjective হিসেবে ব্যবহৃত হয়েছে । 


১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে । এ সংস্থাটির বর্তমান সদস্য দেশ ২৮টি । 



বাংলাদেশের নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় কৃত্রিম বা উপকূলীয় ম্যানগ্রোভ বন রয়েছে।

Like verb -এর পর to + verb বা ing যুক্ত verb বসে । 


কার্বনের দু’টি রূপভেদ আছে। যথা- গ্রাফাইট ও ডায়মন্ড (হীরক)।
গ্রাফাইট উত্তম বিদ্যুৎ পরিবাহী বলে ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়। যন্ত্রাংশ লুব্রিকেশন করার জন্য এবং কাদা সহযোগে পুড়িয়ে কাঠ পেন্সিলের সীস তৈরিতে গ্রাফাইট ব্যবহৃত হয়।


কার্বনের দানাদার রুপভেদ হলো গ্রাফাইট ও হীরক। হীরকের কার্বনের sp3 সঙ্করন হয় কিন্তু গ্রাফাইটে কার্বনের sp2 সংকরন হয় বিধায় 2pz অরবিটালটি মুক্ত অবস্থায় থাকে, ফলে গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণুর অসংকরিত অরবিটাল মিলে পুরো গ্রাফাইট জুড়ে ইলেক্ট্রনের সঞ্চরনশীলতা তৈরী করে, তাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী।

- ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান হলো বাংলা ব্যাকরণের একটি বিশেষ নিয়ম।
- বাংলা ভাষার তৎসম শব্দে দন্ত্য-ন এর ব্যবহার না হয়ে মূর্ধন্য-ণ তে পরিবর্তনের নিয়মসমূহকে ণ-ত্ব বিধান এবং দন্ত্য-স এর মূর্ধন্য-ষ তে পরিবর্তনের নিয়মসমূহকে ষ-ত্ব বিধান বলা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0