পররাষ্ট্র মন্ত্রণালয়য় (ব্যাক্তিগত কর্মকর্তা) - ২৪.০২.২০২২ (100 টি প্রশ্ন )
Causative verb এর নিয়মানুযায়ী sub+have /had+action receiver +v3+extension
Height (উচ্চতা ) এর verb form হচ্ছে heighten (বর্ধিত করা)
Be going to যুক্ত active voice -কে passive করার নিয়ম ঃ object কে subject +be verb (am/is/are/was/were ) +going to +be +verb এর past participle form +বাকী অংশ ।
In haste phrase টির অর্থ -দ্রুততার সহিত ।
কোনকিছুর ভেতর দিয়ে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে noun এর পূর্বে preposition হিসেবে through বসে ।
শূন্যস্থানে a one thousand words paper বসালে বাক্যটি সঠিক হবে ।কারণ ,one এর পূর্বে articile হিসেবে a বসে এবং word এর পূর্বে one thousand থাকায় এর plural form 'words' বসবে।
অপশন কারণ , main verb এবং auxiliary verb এর মাঝে adverb বসে ।
'ব্যতিক্রম ' অর্থ প্রকাশ করতে exception এর পরে preposition হিসেবে to বসে ।
Niche (অলঙ্কার রাখার জন্য দেয়ালের ফোঁকর ) অর্থ hollow, surface -উপরিভাগ ;
centre -কেন্দ্র,
edge -কিনারা ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
singular---------plural

Datum -----------Data
Alumna-----------alumni
Bacterium--------Bacteria
Criterion ---------Criteria

'In the nick of time' (সঠিক সময়ে ) idiom -টির অর্থ -In the appropriate time .
অপশন ১ হবে ।কারণ , present subjunctive এর নিয়মানুসারে sub+subjunctive word+that+verb এর base form +extension বসে।
friend -বন্ধু (noun)
befriend -বন্ধু হওয়া (verb )
friendly - বন্ধুসুলভ (adjective )
in a friendly way -বন্ধুসুলভ (adverb )
গ্রিক মহাকাব্য Illiad এর রচয়িতা Homer
-ট্রয়যুদ্ধের কাহিনী এই মহাকাব্যটিতে বর্ণিত হয়েছে ।
-Helen নামের এক নারীকে কেন্দ্র করে এ যুদ্ধ সংঘটিত হয়
-এ যুদ্ধে গ্রিকদের সেরা বীর ছিল Achilles এবং ট্রয়ের বীর Hector .
-যুদ্ধের শেষ পর্যায়ে গ্রিক সেনারা সুরক্ষিত ও সাজানো ট্রয় নগরী জ্বালিয়ে দেয় ।


-George Bernard Shaw আধুনিক যুগের নাট্যকার
-অন্যদিকে William Shakespeare হচ্ছেন Elizabethan period এর লেখক এবং Sir William S.Bilbert ও Oscar Wilde হলেন Victorian Period এর লেখক ।


দুটি জিনিসের মধ্যে like/as দ্বারা তুলনা বোঝালে তাকে simile বলে ।এখানে youth (যৌবন ) -কে summer morn (গ্রীষ্মের সকাল ) এর সাথে তুলনা করা হয়েছে ।
শুদ্ধ বানান:
Bureaucrat-an official in a government department, in particular one perceived as being concerned with procedural correctness at the expense of people's needs./আমলা

For example: 
the unemployed will be dealt with not by faceless bureaucrats but by individuals(বেকারদের মোকাবেলা করা হবে মুখহীন আমলাদের দ্বারা নয়, ব্যক্তি দ্বারা)
As though /as if যুক্ত বাক্যের প্রথম অংশে present indefinite tense থাকলে পরের অংশে past indefinite tense বসে এবং be verb থাকলে সর্বদা were হয় ।
শূন্যস্থানে broth বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে ।কারণ , Too many cooks spoil the broth -অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট ( একটি বহুল প্রচলিত প্রবাদ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
'Nota bene' (বিশেষ দ্রষ্টব্য ) Latin phrase -টির অর্থ -mark well.
Blame (দোষ দেয়া /নিন্দা জানানো ) এর antonym হচ্ছে thank (ধন্যবাদ দেওয়া )
Graceful -সাবলিল
condemn-নিন্দা করা
rebuke-গালি দেয়া
প্রদত্ত বাক্যের শূন্যস্থানে bitter বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে ।কারণ , bitter শব্দটি যখন adverb হিসেবে ব্যবহার হয় তখন extremely অর্থ প্রকাশ করে ।তবে bitterly cold এর ব্যবহারও সঠিক ।
-রোমান্টিক যুগের বিদ্রোহী কবি Percy Bysshe Shelley এর একটি বিখ্যাত Sonnet হল -Ozymandias.
-কবিতাটিতে Shelly জীবনের আসল অর্থ উন্মোচন করেছেন ।এই ক্ষণস্থায়ী পৃথিবীর সকল কিছু হোক তা মহান বা ক্ষুদ্র ,হোক কোন মহান রাজা কিংবা ক্ষুদ্র প্রজা একদিন সবই বিস্মৃতির অতল গহব্বরে হারিয়ে যাবে ।এই সত্যটাই তিনি Ozymandias কবিতায় ব্যক্তি করেছেন ।।
-শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া।
-এ প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। 
-রক্তের লোহিত কণিকা অক্সিজেন আমাদের শরীরের কোষে পৌছে দেয়,সেখানে গ্লুকোজ এরসাথে বিক্রিয়া করে তাপশক্তি তৈরি করে এবং এই তাপশক্তি আমাদের সকল শক্তির উৎস।

- ঘন পাতাবিশিষ্ট গাছের নিচে রাতে ঘুমানোর স্বাস্থ্যসম্মত নয়, কারণ এতে শ্বসনের ফলে অধিক পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়।
- শ্বসন সকল সজীব কোষে ঘটে থাকে।
- মাইট্রোকন্ডিয়া কোষের শ্বসন অঙ্গানু। জীবের শ্বসনকার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ।
- শ্বসনের জন্য পরিমিত তাপমাত্রা হলো ২০° সেলসিয়াস থেকে ৪৫° সেলসিয়াস। 


ছয়টি দেশ মিলে সাধারন বাজার (Common Market) গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৫৭ সালের ২৫ মার্চ ইতালির রাজধানী রোমে এক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে গঠিত হয় ''ইউরোপিয়ান ইকোনোমিক কমিউনিটি (European Economic Community-EEC)''। ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে EU -এর একক মুদ্রা চালু হয়।
- এর কার্যকরী রাজধানী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর সদস্যরাষ্ট্র ২৭ টি।
- ১৯টি দেশে এর একক মুদ্রা আছে। 
 - এর অফিসিয়াল ভাষা ২৪ টি।
- ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রাকে ইউরো মুদ্রা বলে। এর জনক রবার্ট মুন্ডেল।
- এটি রাষ্ট্রীয় কাঠামো অনুসরণ করে।
- ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখায় ২০১২ সালে EU নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

♦ ইউরোপীয় ইউনিয়নের নিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্নঃ
- EU এর পূর্ণরুপ -European Union
- শেনজেন চুক্তি হচ্ছে -অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
- ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় -ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে
- Schengen Area ভুক্ত দেশ নয় -ব্রিটেন
- ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ -২৭ টি
- ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রথম যে দেশ বের হয়েছে যুক্তরাজ্য
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট -EU
- বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট -WTO
- কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে -রোম চুক্তি
- ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় -১৯৫৭ সালের ২৫ মার্চ
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর -ব্রাসেলস ,বেলজিয়াম
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর সদর দপ্তর -জার্মানির ফ্রাঙ্কফুটে
- ব্রেক্রিট হলো -ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন হতে আলাদা হওয়া
বাংলাদেশ সংবিধানের ২১ নং অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারিদের কর্তব্য সম্পর্কে বলা হয়েছে।
২১(১) নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়ঃ
“সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকদায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।”

২১(২) নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়ঃ
“সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।”
বঙ্গবন্ধু হাইটেক সিটি বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার কালিয়াকৈর শহরে অবস্থিত। ২০১০ সালে তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব হ্রাস ও আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে।

বঙ্গবন্ধু হাইটেক সিটি হল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প। বঙ্গবন্ধু হাইটেক সিটি-র আদি নাম ছিল "কালিয়াকৈর হাইটেক পার্ক"। পরে ২০১৬ সালে এর নাম বদলে "বঙ্গবন্ধু হাইটেক সিটি" রাখা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির সমর্থনকারী সুভাষচন্দ্র বসু ও রাসবিহারী বসুর মতো সংগ্রামী নেতার প্রচেষ্টায় ১৯৪২ সালে 'আজাদ হিন্দ ফৌজ ' নামে ভারতীয় স্বাধীনকামী সামরিক বাহিনী গড়ে ওঠে .২১ অক্টোবর ,১৯৪৩ সালে নেতাজী সুভাষ চন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নিযুক্ত হন ।
- ডলার : যুক্তরাষ্ট্র , গ্রানাডা ,সিঙ্গাপুর ,হংকং, নিউজিল্যান্ড
- রিংগিত : মালয়েশিয়া
- দিনার : ইরাক,আলজেরিয়া, লিবিয়া ও তিউনিশিয়া
- পেসো : আর্জেন্টিনা, উরুগুয়ে, কিউবা, কলম্বিয়া, ফিলিপাইন

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0