যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যক্তি রিচার্ড ব্রানসন ১১ জুলাই ২০২১ সালে মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের 'ইউনিট-২২' নামের নভোযানে প্রথমবারের মত মহাকাশ ঘুরে আসেন।
VIRUS শব্দের পূর্ণ হলাে Vital Information Resources Under Siege। ১৯৮০ সালে এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক University of New Haven'-এর অধ্যাপক ফ্রেন্ড কোহেন (Fred Cohen)। কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে। যেমন- বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। অতি পরিচিত কিছু ভাইরাস হলাে Stone, Vienna, CIH, AIDS, Shortcut, Folder, Trojan Horse ইত্যাদি।
'কালান্তর' (১৯৩৭) রবীন্দ্রনাথ ঠাকুর লেখা ভারতবর্ষীয় রাজনৈতিক সমস্যাবিষয়ক বিভিন্ন প্রবন্ধের সংকলন । এ গ্রন্থের 'সভ্যতার সংকট' প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন : 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।'
Future indefinite tense এ থাকা direct speech কে indirect করার নিয়ম ঃ Sub+reporting verb+that +sub+would+v1+বাকী অংশ +Tomorrow এর পরিবর্তে the next day/the following day .
যে সমাসের পূর্বপদে একটি অব্যয় এবং পরপদে একটি বিশেষ্য থাকে এবং অর্থের দিক থেকে পূর্বপদ অর্থাৎ অব্যয়ের অর্থই প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। অর্থাৎ, পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। এ সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমনঃ - মরণ পর্যন্ত = আমরণ, - দিন দিন = প্রতিদিন - ঘরের অভাব = হাঘর, এখানে 'হাঘর' শব্ধটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে।
ড. মুহম্মদ এনামুল হকের মতে, “যে সমাসের সমস্যমান পদদ্বয়ের পূর্বপদ অব্যয় হইয়া অর্থের দিক হইতে প্রাধান্য লাভ করে, তাহাকে অব্যয়ীভাব সমাস বলে।”
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, “অব্যয় পদ পূর্বে বসিয়া যে সমাস হয় এবং যাহাতে অব্যয়ের অর্থ প্রধানরূপে বুঝায়, তাহাকে অব্যয়ীভাব সমাস বলে।”
-নাইট্রোজেন অক্সাইডের (NO2) সাথে পানির বিক্রিয়ায় নাইট্রিক এসিড তৈরি হয় । -বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম নাইট্রিক এসিড তৈরি করেন । -স্বর্ণের খাদ বের করার জন্য নাইট্রিক এসিড দিয়ে পোড়ান হয় ।
- এছাড়া এটি সার কারখানা ও বৈদ্যুতিক সেল তৈরিতে ব্যবহার হয় ।
- আর স্বর্ণের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয় সালফিউরিক এসিড ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
Romantic যুগের কবিদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন William Wordsworth ,যিনি poet of nature হিসেবে পরিচিত । -মূলত romantic যুগের সূচনা হয়েছিল William Wordsworth ও S.T. Coleridge এর হাত ধরে ১৭৯৮ সালে Lyrical Ballads রচনার মধ্য দিয়ে । - তার কবিতা হল -Ode: Intimations of Immortality,The Solitary Reaper, Tintern Abbey, To The Cuckoo, etc
বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট খেলা শুরু করে ২০০০ সালের ১০ নভেম্বর। অভিষেক টেস্টে আমিনুল ইসলামের ব্যাট থেকে আসে ১৪৫ রান। তিনি ছিলেন ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার, যিনি তাঁর দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। আমিনুলের ৫৩৫ মিনিটের দীর্ঘ এই ইনিংসে ছিল ১৭টি চারের মার। তিনি বল খেলেছিলেন ৩৮০টি।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর, ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। এই সরকার ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে যা আনুষ্ঠানিকভাবে ১৭ এপ্রিল মুজিবনগরে অধ্যাপক এম. ইউসুফ আলী পাঠ করেন। এই ঘোষণাপত্র ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে কার্যকর বলে ঘোষিত হয়।
এই ঘোষনাপত্রে ৪জন ব্যাক্তির নাম ছিল। তারা হলে- জেনারেল ইয়াহিয়া খান, শেখ মুজিবর রহমান, সৈয়দ নজরুল ইসলাম ও অধ্যাপক এম ইউসুফ আলী। এদের মধ্যে শেষের ৩ জন ছিলেন আওয়ামীলিগের নেতা।
এই ঘোষণাপত্র হলো বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের একটি ঐতিহাসিক দলিল। বাংলাদেশ সংবিধানের ১৫০(১) অনুচ্ছেদ এবং চতুর্থ তফসিলে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের একটি ক্রান্তিকালীন অস্থায়ী বিধান হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃত হবে।
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি এখন সম্পূর্ণ আকারে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করা হয়েছে (পঞ্চম তফসিল)।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রকে সংবিধানের ৭(খ) অনুচ্ছেদ একটি মৌলিক কাঠামো রূপে সাংবিধানিক স্বীকৃতি দান করেছে । এর ফলে ঘোষণাপত্রটি বাংলাদেশের সংবিধানের একটি অসংশোধনযোগ্য বিধানে পরিণত হয়েছে।
Bard of Avon নামক খ্যাত William Shakespeare (1564-1616) হলেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি ও নাট্যকার ।তিনি ৩৭ টি নাটক রচনা করেছেন ।তাঁর নাটক সমুহের মধ্যে Macbeth ,Hamlet ,Julius,Caesar,King Lear ,Othello ইত্যাদি অন্যতম ; যা তার সাহিত্য জীবনে সর্বাধিক খ্যাতি এনে দিয়েছিল ।
পারস্পারিক স্বার্থরক্ষার্থে দুটো রাষ্ট্রের মধ্যে বিশেষ প্রতিনিধির মাধ্যমে যে সম্পর্ক রক্ষা করা বা আলোচনা হয় ,তাকেই বলা হয় কূটনৈতিক ।এ ধরনের কাজের সাথে যারা সম্পর্কিত থাকেন তাদেরকে বলা হয় কূটনীতিক । কূটনীতির ইংরেজি প্রতিশব্দ Diplomacy গ্রিক diploma থেকে এসেছে ।ফ্রান্সে ১৭ শতক থেকে বিদেশে অবস্থানকারী বাণিজ্যিক ও সরকারি প্রতিনিধি দলকে কূটনৈতিক দল বলা শুরু হয় ।কূটনীতি শব্দটি ১৭৯৬ সালে এডমণ্ড বার্ক প্রচলিত ফরাসি শব্দ diplomate থেকে প্রচলন হয় ।কূটনীতি সংস্কৃত শব্দ ।প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের উপদেষ্টা কৌটিল্য'র নাম থেকে কূটনীতি শব্দটির উদ্ভব ঘটে ।১৯৭৯ সাল থেকে বাংলাদেশে নারীরা পেশাদার কূটনীতিক হিসেবে কাজ শুরু করেন .১৯৭৭ পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে প্রথম নারী হিসেবে ফরেন সার্ভিসে যোগ দেন নাসিম ফেরদৌস ।পেশাদার কূটনীতিক না হয়েও রাজনৈতিক বিবেচনায় ১৯৮০ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের প্রথম নারী হাইকমিশনার হওয়ার গৌরব অর্জন করেন তাহমিনা খান ডলি ।এরপর তাহমিনা খান মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন .২ অক্টোবর ১৯৬৬ সরকারি চাকরিজীবীদের মধ্য থেকে প্রথম নারী রাষ্ট্রদূত হন মাহমুদা হক চৌধুরী ।তিনিও পেশাদার কূটনীতিক ছিলেন না । পেশাদার কূটনীতিক হিসেবে যোগ দেওয়া প্রথম নারী কূটনীতিক নাসিম ফেরদৌসকে ২০০২ সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত করা হয় ।
কূটনীতিতে প্রথম নারীঃ - কূটনীতিকঃ নাসিম ফেরদৌসঃ ১৯৭৯ - রাষ্ট্রদূত বা হাইকমিশনারঃ তাহমিনা খান ডলিঃ শ্রীলংকা(১৯৮০-১৯৮১) - সরকারি চাকরিজীবীদের মধ্য থেকে রাষ্ট্রদূতঃ মাহমুদা হক চৌধুরীঃ ভুটান(১৯৯৬-১৯৯৮) - পেশাদার কূটনীতিক থেকে রাষ্ট্রদূতঃ নাসিম ফেরদৌসঃ ইন্দোনেশিয়া(২০০২-২০০৬) - মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতঃ নাহিদা সোবহানঃ জর্ডান(২০২০-বর্তমান ) - জাতিসংঘের নিযুক্ত প্রথম নারী স্থায়ী প্রতিনিধিঃ ইসমাত জাহানঃ নিউইয়র্ক (২০০৭-২০০৯ )
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে তৎকালীন সোভিয়েত (রাশিয়া) ইউনিয়নের প্রতিনিধি রাস্ট্রদুত ইয়াকফ মালিক। তিনি ১৯৪৮-৫২ এবং ১৯৬৮-৭৬ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালান করেন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
জিপিআরএস (GPRS) এর পূর্ণরূপ হলো – জেনারেল পকেট রেডিও সার্ভিস (General Pocket Radio Service)। অর্থাৎ, জেনারেল পকেট রেডিও সার্ভিস (General Pocket Radio Service) এর সংক্ষিপ্ত রূপ হলো – জিপিআরএস (GPRS)। এটি হলো একটি প্যাকেট অরিয়েন্টেড মোবাইল ডেটা সার্ভিস যা সাধারণত ২ জি সেলুলার মোবাইল কমিউনিকেশন সিস্টেমের ব্যবহারকারীদের জন্য পাওয়া যায়। এর মাধ্যমে মোবাইল টেলিফোন নেটওয়ার্ক জুড়ে তথ্য আদান-প্রদান করা যায়।
জিপিআরএস (GPRS) / জেনারেল পকেট রেডিও সার্ভিসের কয়েকটি বৈশিষ্ট্যঃ
– 2 G সিস্টেমে GPRS প্রতি সেকেন্ডে ৫৬-১১৪ ডাটা রেট প্রদান করে।
- গুরুত্বপূর্ণ সময়ে তাৎক্ষণিকভাবে তথ্য গ্রহণ ও প্রেরণের ক্ষেত্রে এটি বিশেষ সুবিধা দিয়ে থাকে।
- ওয়েব ব্রাউজার থেকে শুরু করে চ্যাট পর্যন্ত ডেক্সটপে যেসব অ্যাপ ব্যবহার করা হয় তার সবগুলোর সাথেই এটি কাজ করে।
- এস এম এস, সেলুলারের মাধ্যমে পুশ টু টক, ইন্সট্যান্ট মেসেজিং,ওয়ারলেস অ্যাপ্লিকেশন প্রটোকল, পয়েন্ট টু পয়েন্ট সার্ভিস ইত্যাদি সেবা GPRS এর মাধ্যমে পাওয়া যায়।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।