পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তা (১৩.০১.১৭) (96 টি প্রশ্ন )

গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে । ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন । এর নকশা তৈরি করেন স্যার ক্রিষ্টোফার রেন । পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় (GMT) তা মেনে নেয়া হয় ১৮৮৪ সালে । 


আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী । আর, এই প্রণালী দেশ ভিত্তিক পৃথক করেছে মরক্কো ও স্পেনকে । অন্যদিকে, মালাক্কা প্রণালী সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে এবং ফ্লোরিডা প্রণালী ফ্লোরিডা ও কিউবাকে পৃথক করেছে । 


-ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় ।

-কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল । 

-বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে । 

-উল্লেখ্য, ফিনল্যান্ডে ঘন সবুজ অরণ্য থাকায় বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং এগুলোকে প্রায় ফিল্যান্ডের 'সবুজ সোনা' নামে ডাকা হয় । 


১৭৮৯ সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয় । এটি ছিল ফরাসি, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা । এ বিপ্লবের সময় ফ্রান্সে নিরস্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামি ত্যাগ করে নিজেকে পুনগঠন করতে বাধ্য হয় । 


টমাস আলভা এডিসনের (যুক্তরাষ্ট্র) কয়েকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো- বৈদ্যুতিক বাতি, ফনোগ্রাফ, এবং সিনেমা প্রজেক্টর । 



শেখ সাদী ফারসি ভাষার কবি ছিলেন । তিনি সাদি শিরাজি নামেও পরিচিত । মধ্যযুগের গুরুত্বপূর্ণ এ কবি ফারসিভাষী দেশের বাইরেও তিনি সমাদৃত । তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তার এই কদর । উল্লেখ্য, তিনি ধ্রুপদি সাহিত্য ক্ষেত্রের জন্য বিখ্যাত । 


'তাহরির স্কোয়ার' মিশরের রাজধানী কায়রোর ডাউন-টাউনে অবস্থিত একটি মিলনকেন্দ্র ও চত্ত্বর । এটি 'শহীদ চত্ত্বর' নামেও পরিচিত । 


কনফুসিয়াস ছিলেন চীনা দার্শনিক(জন্ম, খ্রিষ্টপূর্ব ৫৫১ অব্দে এবং মৃত্যু, খ্রিষ্টপূর্ব ৪৭৯ অব্দে) । তিনি মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন । তার দর্শন ও রচনাবলি পূর্ব এশিয়ার জীবনদর্শনে বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে 'সিন্ধু সভ্যতা' হিসেবে পরিচিত । এ সভ্যতার নিদর্শন পাওয়া যায় পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ এবং ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন অংশ জুড়ে (খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ থেকে খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দ পর্যন্ত) । উল্লেখ্য, সিন্ধুনদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এ সভ্যতার নাম হয় সিন্ধু সভ্যতা । 


'বরেন্দ্র জাদুঘর' বা বরেন্দ্র গবেষণা জাদুঘর' (প্রতিষ্ঠা এপ্রিল ১৯১০) রাজশাহী জেলায় অবস্থিত । এটি দেশের প্রথম জাদুঘর । প্রত্ম সংগ্রহে সমৃদ্ধ এ জাদুঘরটি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনা করে । 


ম্যানগ্রোভ বলতে উপকূলীয় বন বা জোয়ারভাটায় প্লাবিত বিস্তীর্ণ জলাভূমিকে বোঝায় । এটি একটি আন্তপ্লাবিত জলাভূমি । যা বিভিন্ন স্তরের পারস্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন- পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত । লক্ষণীয়, বাংলাদেশে অবস্থিত ম্যানগ্রোভ বন (সুন্দরবন) পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত । 


সিকিমের পর্বত (হিমালয় পর্বতমালা) থেকে বাংলাদেশের করতোয়া নদী উৎপত্তি হয়েছে, যা বিভিন্ন উপনদীর জলধারা বক্ষে ধারণ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত হয়েছে । 


বাংলাদেশ ও বার্মা তথ্য মিয়ানমারের সীমান্তবর্তী নদী নাফ । এটি কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ-পূর্ব কোণ দিয়ে প্রবাহিত, প্রলম্বিত খাঁড়ি সদৃশ ও মিয়ানমারের আরাকান থেকে কক্সবাজার জেলকে বিভক্তকারী নদী । ১.৬১ কিমি থেকে ৩.২২ কিমি প্রস্থবিশিষ্ট এই নদী জোয়ারভাটা প্রবণ । 


১৯৮৬ সালে বাংলাদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কৃত হয় । যা ১৯৮৭ সালে এ তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু করার মধ্য দিয়ে তেলযুগে পদার্পন করে বাংলাদেশ । এটি সিলেট শহর থেকে প্রায় ২০ কিমি উত্তর-পূর্বে সিলেট-জয়ান্তিয়া সড়কের পাশ ঘেঁষে অবস্থিত । 


রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদীতে । এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র । ২,৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রস্তাবিত এ বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে । 


'সুলতানার স্বপ্ন' বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত একটি গ্রন্থ । তিনি এটি ইংরেজিতে 'Sultana's Dream' শিরোনামে লিখেছিলেন । এটি প্রকাশিত হয় মাদ্রাজের The Indian Ladies Magazine -এ । পরবর্তীতে এটি বাংলায় অনুদিত হয় । 


'চট্রগ্রাম ইপিজেড' দেশের প্রথম EPZ । চট্রগ্রাম জেলার দক্ষিণে হালিশহরে অবস্থিত এ ইপিজেডটি ১৯৮৩ সালে কার্যক্রম শুরু করে । 


ড. মাকসুদুল আলম পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন । ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন এ বিজ্ঞানী । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

'বাংলাদেশ ও বঙ্গবন্ধু' গ্রন্থটির লেখক মোনায়েম সরকার । এছাড়াও তার রচিত ও সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো
- বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপিরিকার্য (১৯৯১),
-ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু (১৯৯৪),
- মৃতুঞ্জয়ী মুজিব (১৯৯৫),
- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি (২০১০),
-বাঙালি ঐতিহ্য ভবিষ্যৎ (২০১০),
-বঙ্গবন্ধু রাজনীতি ও শেখ হাসিনা (২০১১) ইত্যাদি । 


সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত । বাংলাদেশের এই প্রাকৃতিক উদ্যানটি ১৯৭৪ খ্রিষ্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ/সংশোধন আইনের বলে ২৪৩ হেক্টর এলাকা নিয়ে ১৫ অক্টোবর ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয় । লক্ষণীয়, এ উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে, যা থেকে এর নামকরণ হয় সাতছড়ি । 


- লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন ।
- তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক ।
- বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহাত্না লালন নামেও পরিচিত ।
- তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করলে, তাকে বাউল সম্রাট হিসেবে আখ্যায়িত করা হয়।

উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত । এটি নাটোরের মূল শহর থেকে প্রায় দুই কিমি উত্তরে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে দিঘাপতিয়ায় নির্মাণ করা হয়েছে । রাজা দয়ারাম এ গণভবনটি নির্মাণ করেন । বর্তমানে এটি বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সচিবালয়ের বাসভবন । 


-প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলোর মধ্যে মিথেন (CH₄) ৮০-৯০%, ইথেন ১৩%, প্রোপেন ৩% ।
-এছাড়া বিউটেন, ইথিলিন ও নাটট্রোজেন কিছু পরিমাণে থাকে ।
-এ উপাদানগুলোর মধ্যে প্রধান হলো মিথেন (CH₄) ।
-আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫-৯৯% । 


ইন্টারপ্রেটার মূলত একটি আনুবাদক প্রোগ্রাম । এর কাজ হলো হাই লেভেল ভাষায় লিখিত সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করা । এটা অনুবাদের কাজ করে এক লাইন, এক লাইন করে । ডিবাগিং ও টেষ্টিং এর ক্ষেত্রে দ্রুত কাজ করে । 


প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার হলো UNIVAC -1 প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৫১-১৯৫৯) এর বৈশিষ্ট্যগুলো হলো ভ্যাকুয়াম টিউববিশিষ্ট ইলেক্ট্রনিক বর্তনীর বহুল ব্যবহার, ইনপুট বা আউটপুট ব্যবস্থার জন্য পাঞ্চকার্ডের ব্যবহার, বিশাল আকৃতির ও সহজে বহন অযোগ্য ইত্যাদি । 


যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে সে সকল পদার্থকে চৌম্বক পদার্থ বলে । উপরিউক্ত পদার্থগুলোর মধ্যে শুধু কোবাল্টকেই চুম্বক আকর্ষণ করে । পারদ বিসমাথ, অ্যান্টিমনিকে চুম্বক আকর্ষণ করে না । 


স্কার্ভি রোগের প্রতিষেধক হলো ভিটামিন-C । অর্থাৎ ভিটামিন-C এর অভাবে স্কার্ভি রোগ হয় । ভিটামিন C এর রাসায়নিক নাম হলো, অ্যাসকরবিক এসিড । টাটকা টক জাতীয় ফল ও তরিতরকারী, গরুর দুধ ইত্যাদিকে প্রচুর পরিমাণে ভিটামিন-C বিদ্যামান থাকে । 


দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষার সাহায্য করে শ্বেতকণিকা । হিমোগ্লোবিনবিহীন এই শ্বেত রক্তকণিকাকে ইংরেজিতে White Blood Call বা WBC বলে । এরা দেহের আকার পরিবর্তনের মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে । অন্যদিকে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং লোহিত রক্তকণিকা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে ।  


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

আমরা জানি,অতিভুজ=লম্ব+ভূমি
তৃতীয় বাহুটির দৈর্ঘ্য হবে
= √(৫২  - ৪২)  সে.মি. 

= √(২৫ - ১৬)  " 

= √ ৯ সেমি  = ৩ সেমি  


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0