পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা -২০১৯ (96 টি প্রশ্ন )
আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্তান। আর জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া।

Name after someone অর্থ কারো নামানুসারে নাম রাখা । সুতরাং শূন্যস্থানে after বসবে । After যোগে বাক্যটির বাংলা ঃ তার দাদীর নামানুসারে তার নাম রাখা হয়েছে । 



এক কিলোগ্রাম = ২.২০ পাউন্ড। 
 
আবার, 
কিলোগ্রাম (kg) 1 kg = 1000 g = 1000000 mg 
পাউন্ড (lb) 1 lb = 0.454 kg 
আউন্স (oz) 1 oz = 28.35g

একটি clause -এর বিপরীত ধারণা প্রদানের ক্ষেত্রে 'but' conjunction টি ব্যবহৃত হয় । প্রথম clause টি দ্বিতীয় clause এর বিপরীত ধারণা নিয়ে আসায় শূন্যস্থানে but বসবে । 


৫ টি গরুর মূল্য = ৫ × ৬০০০ = ৩০০০০ টাকা 

  ১৫টি ছাগলের মূল্য = ৩০০০০ টাকা 

   ১  "     "     "  = ৩০০০০/১৫ " 

                       = ২০০০ টাকা 


Professor from Australia অর্থ Ausralia থেকে আসা Professor. From যোগে বাক্যটির বাংলাঃ অষ্ট্রেলিয়া থেকে আগত অধ্যাপিকা তার গল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিস্ময়াভিভূত করলো । 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই এটা অনেক দূর থেকেও দেখা যায়।
তিন বিঘা করিডোর (Tin Bigha Corridor) ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গা জুড়ে অবস্থিত একটি স্বতন্ত্র ভূমি। বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের মেঘলীগঞ্জ জেলা সীমান্তে তিনবিঘা করিডোরের অবস্থান। বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ইজারার মাধ্যমে তিনবিঘা করিডোর বাংলাদেশকে দেওয়া হয়।

Untidy (অপরিপাটি, অগোছালো) -এর অর্থ messy (নোংরা; বিশৃঙ্খলা) untidy এবং messy পরস্পর সমার্থক কারণ word দুটি adjective এবং একই অর্থবোধক । Mess শব্দটি noun, যার অর্থ বিশৃঙ্খলা, loose অর্থ বন্ধনহীন আর tight অর্থ ঠাসা । 


✔ বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=MC²৷  আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক জার্মানির আলবার্ট আইনস্টাইনের ‘থিওরি অব স্পেশাল রিলেটিভিটি’ বা বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের ফল এই সমীকরণ৷ এখানে c হচ্ছে আলোর বেগ।
✔ আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য,ভর ও সময় আপেক্ষিক ,যা বস্তু বা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল।একে আইনস্টাইনের আপেক্ষিকতা বলে।

সঠিক বানানযুক্ত word হলো business যার অর্থ ব্যবসায়; কারবার; বাণিজ্য । 


    ২ | ২৪, ৩৬, ৪৮    

      ২| ১২, ১৮, ২৪    

        ২| ৬, ৯, ১২         

          ৩| ৩, ৯, ৬      

               ১, ৩, ২  

  ২৪, ৩৬, ৪৮ এর ল. সা. গু. = ২×২×২×৩×৩×২ = ১৪৪ 

      সংখ্যাটি হবে = ১৪৪ - ৩ = ১৪১ 


একমাত্র ভিটামিন ডি ত্বকে তৈরি হয় হয় রোদ পাওয়ার পরেই! ভিটামিন ডি হরমোন, ভিটামিন নয়। ত্বক ভিটামিন ডি তৈরির জন্য দায়ী, সূর্যের আলোর সংস্পর্শের সময়, অতিবেগুনী বিকিরণ এপিডার্মিসে প্রবেশ করে এবং ফটোলাইজ প্রোভিটামিন ডি3 থেকে প্রবিডামিন ডি3 এ প্রবেশ করে।

    x + 10 - 20 = 22 

=> x - 10 = 22 

=> x = 22 + 10  = 32  


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

P > Q => 1/P < 1/Q 


মনে করি, সংখ্যাটি x
x × (২০/১০০) + ২৪ = x
বা, ২০x + ২৪০০ = ১০০x
বা, ৮০x = ২৪০০
বা, x = ২৪০০/৮০ = ৩০
∴ সংখ্যাটি = ৩০

Fast শব্দটি বাক্যে adverb হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ fast শব্দটি verb 'run' কে modify করছে । 



শব্দের শুরুতে যদি vowel বা vowels থাকে এবং তা যদি ইউ (u) এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে an না বসে a বসে । 



n তম পদ       = 1 + (n-1) 4 

= 1 + 4n - 4 

= 4n - 3 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0