Solution
Correct Answer: Option D
- টিভি রিমোটের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সাধারণত ইনফ্রা-রেড রেঞ্জ (Infra-red range) -এ থাকে, যা ৩০ কিলোহার্জ (kHz) থেকে ৫০০ কিলোহার্জ (kHz) পর্যন্ত হতে পারে।
- এই রেঞ্জের তরঙ্গগুলি মানুষ চোখে দেখতে পায় না এবং টিভি রিমোটের মাধ্যমে সিগন্যাল পাঠানোর জন্য ব্যবহৃত হয়।