Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
Office 2007-এর MS-Word ডকুমেন্টের ফাইল এক্সটেনশন কি?

A .pdf

B .doc

C .docx

D .txt

Solution

Correct Answer: Option C

- কোন ফাইলের নামের পরে (. ডট) চিহ্নের পরের অংশকে এক্সটেনশন বলে ।
- পিডিফ ফাইল এর জন্য এক্সটেনশন হচ্ছে .pdf
- টেক্সট ফাইলের জন্য এক্সটেনশন হচ্ছে .txt
- অফিস ২০০৭ এর ওয়ার্ড ফাইলের এক্সটেনশন হচ্ছে .docx । এর আগের ভার্সনগুলায় ওয়ার্ড ফাইলের এক্সটেনশন ছিলো .doc

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions