Office 2007-এর MS-Word ডকুমেন্টের ফাইল এক্সটেনশন কি?
A .pdf
B .doc
C .docx
D .txt
Solution
Correct Answer: Option C
- কোন ফাইলের নামের পরে (. ডট) চিহ্নের পরের অংশকে এক্সটেনশন বলে ।
- পিডিফ ফাইল এর জন্য এক্সটেনশন হচ্ছে .pdf
- টেক্সট ফাইলের জন্য এক্সটেনশন হচ্ছে .txt
- অফিস ২০০৭ এর ওয়ার্ড ফাইলের এক্সটেনশন হচ্ছে .docx । এর আগের ভার্সনগুলায় ওয়ার্ড ফাইলের এক্সটেনশন ছিলো .doc