Solution
Correct Answer: Option B
-কয়েকটি ইনপুট ডিভাইসের নাম :
১. কীবোর্ড (Keyboard)
২. মাউস (Mouse)
৩. মাইক্রোফোন (Microphone)
৪ স্ক্যানার (Scanner)
৫. মডেম (Modem)
৬. গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet)
৭. ওএমআর (OMR)
৮. ওসিআর (OCR)
৯. লাইটপেন (Light Pen)
১০. ট্র্যাকবল (Trackball)
১২. ট্র্যাকপ্যাড (Trackpad) ইত্যাদি।
-কয়েকটি আউটপুট ডিভাইসের নাম :
১. মনিটর (Monitor)
২. প্রজেক্টর (Projector)
৩. স্পিকার (Speaker)
৪. প্রিন্টার (Printer)
৫. প্লটার (Plotter)
৬.ইমেজ সেটার (Image Setter) ইত্যাদি।