Solution
Correct Answer: Option A
✔ www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যের একটি ভান্ডার।
✔ ১৯৮৯ সালের মার্চে ইংরেজ পদার্থবিদ টিম বার্নার্স লি পূর্ববর্তী হাইপারটেক্সট সিস্টেম হতে ধারনা নিয়ে যে প্রস্তাবনা লেখেন তা হতেই WWW উৎপত্তি ।
✔ WWW কে সংক্ষেপে ওয়েব পেইজও বলা হয়।একে মাল্টিমিডিয়াও বলা হয়।
✔ WWW এর জনক টিম বার্নার্স লি কে ।