Solution
Correct Answer: Option B
-হাব এক প্রকার নেটওয়ার্ক ডিভাইস। দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটারকে হাব বলে। স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রীয় কানেকটিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
-নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সুইচ হলো এমন একটি যন্ত্র যা লোকাল এরিয়া নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য প্যাকেট আদানপ্রদানের সময় ফিল্টারিং এবং প্যাকেট ফরোয়ার্ডিং করতে পারে।
-সুইচের সুবিধা
১।ডেটার কলিশন সম্ভাবনা কমায়।
২।ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব।
৩।ডাটা ফিল্টারিং সম্ভব হয়।
৪।পোর্ট হাবের তুলনায় বেশি থাকে। সুইচের গতি হাবের তুলনায় বেশি।