Solution
Correct Answer: Option C
✔CPU এর পূর্ণরূপ হল Central Processing Unit , বাংলা ভাষায় যার অর্থ কেন্দ্রীয় প্রক্রিয়াকরন ইউনিট ।
এটি কম্পিউটারের মস্তিষ্ক হিসাবেও পরিচিত। যেখানে কম্পিউটার এর সমস্ত বেসিক গাণিতিক এবং যৌক্তিক ক্রিয়াকলাপ সম্পাদন হয় ।
✔ CPU- এর তিনটি অংশ যথা- গাণিতিক যুক্তি ইউনিট (ALU), রেজিস্টার মেমোরি ও নিয়ন্ত্রণ ইউনিট ।