Solution
Correct Answer: Option C
⇒ কম্পিউটারের মস্তিষ্ক বা ‘Brain of the Computer’ বলা হয় CPU (Central Processing Unit)-কে।
⇒ মানুষের মস্তিষ্ক যেমন সকল সিদ্ধান্ত গ্রহণ করে এবং পুরো শরীরকে পরিচালনা করে, ঠিক তেমনি CPU কম্পিউটারের যাবতীয় তথ্য প্রক্রিয়াকরণ (Processing) করে এবং সম্পূর্ণ সিস্টেমকে নিয়ন্ত্রণ করে।
⇒ এটি মূলত একটি সিলিকন চিপ, যাকে আধুনিক পরিভাষায় মাইক্রোপ্রসেসর (Microprocessor)-ও বলা হয়ে থাকে।
⇒ একটি CPU প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত হয়:
১. ALU (Arithmetic Logic Unit): যেখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল কাজগুলো সম্পন্ন হয়।
২. Control Unit (CU): যা কম্পিউটারের সকল অংশের মধ্যে তথ্যের আদান-প্রদান ও কাজের সমন্বয় নিয়ন্ত্রণ করে।
৩. Memory Unit (Register): যা প্রক্রিয়াকরণের সময় অস্থায়ীভাবে ডেটা জমা রাখে।
⇒ প্রশ্নে উল্লেখিত ALU এবং Control Unit উভয়ই CPU-এর অভ্যন্তরীণ অংশ। যেহেতু এই অংশগুলো মিলিয়েই CPU গঠিত এবং এটিই মূল চালিকাশক্তি, তাই সামগ্রিকভাবে CPU-কেই কম্পিউটারের ব্রেন বলা হয়।