Solution
Correct Answer: Option A
- অ্যানালগ কম্পিউটার ক্রমাগত পরিবর্তনশীল ভৌত রাশি (যেমন: ভোল্টেজ, চাপ, তাপমাত্রা) ব্যবহার করে কাজ করে।
- এটি সরাসরি পরিমাপের মাধ্যমে ডেটা প্রক্রিয়া করে, কোনো সংখ্যা বা সংকেতে রূপান্তর না করেই।
- বাইনারি, অক্টাল বা দশমিক পদ্ধতি ডিজিটাল কম্পিউটারে ব্যবহৃত হয়।
- তাই অ্যানালগ কম্পিউটারের কাজের মূল ভিত্তি হলো পরিমাপন পদ্ধতি।