একটি প্রিন্টারের আউটপুট-এর মান নির্ধারন করা হয়?
A Dot per second
B Dot per inch
C Dot matrix per minute
D dot printed per sq. inch
Solution
Correct Answer: Option B
- প্রিন্টারের আউটপুটের মান বা গুণাগুণ নির্ভর করে এর রেজুলেশনের (Resolution) ওপর।
- এই রেজুলেশন পরিমাপের একক হলো DPI বা Dots Per Inch।
- প্রতি এক ইঞ্চি জায়গায় প্রিন্টার কতগুলো কালির বিন্দু (Dot) বসাতে পারে, তা এই ডিপিআই (DPI) দ্বারা নির্ধারণ করা হয়।
- ডিপিআই (DPI) যত বেশি হয়, প্রিন্টের স্বচ্ছতা এবং তীক্ষ্ণতা তত বেশি হয় অর্থাৎ প্রিন্টের মান তত ভালো হয়।
- সাধারণত লেজার প্রিন্টার বা ইনকজেট প্রিন্টারের ক্ষেত্রে এই মান যাচাইয়ের জন্য ডিপিআই (DPI) এককটি ব্যবহার করা হয়।