ইরাক-ইরান যুদ্ধ বিরতি তদারকিতে অংশগ্রহনকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?

A UNIMAG

B UNGOMOP

C UNFICYP

D UNIIMOG

Solution

Correct Answer: Option D

বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে ১৯৮৮ সালে অংশগ্রহণ করে। বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে তার নাম হলো- UNIIMOG (United Nations Iran Iraq Military Observer Group).
- UNTSO হলো ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন।
- UNIIMOG হলো ইরাক-ইরান যুদ্ধ বিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম। 
- UNMOGIP হলো কাশ্মিরে নিয়োজিত জাতিসংঘের পর্যবেক্ষক মিশন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions