নিচের কোনটি ফাইল কম্প্রেশন সফটওয়্যারের উদাহরণ?
Solution
Correct Answer: Option C
-উইনজিপ হল একটি শেয়ারওয়্যার ফাইল সংকোচনকারী এবং সংক্ষেপনকারী উইন্ডোজ, ম্যাক ওএস, আইওএস এবং অ্যান্ড্রয়েড সফটওয়্যার। এটি উন্নয়ন করেছে উইনজিপ কম্পিউটিং (সাবেক নিকো মার্ক কম্পিউটিং)।
-এটি জিপ ফাইল ফরমেট রূপে আর্কাইভ তৈরী করে। আর এটির দ্বারা বেশ কিছু ফাইল আর্কাইভ পড়া এবং খোলা যায়।