Solution
Correct Answer: Option C
কম্পিউটারের যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে Central Processing Unit (CPU) বলে। CPU তৈরিতে Microprocessor লাগে। CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক ও Heart বলা হয়। ১৯৭১ সালে ড. টেড হফ Microprocessor তৈরি করেন। CPU তিনটি অংশ নিয়ে গঠিত। যথা: Arithmetic Logic Unit (ALU). Control Unit ও Register.