মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে SMS সেবা চালু হয়?
Solution
Correct Answer: Option B
১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়। দ্বিতীয় প্রজন্ম হল ১৯৯০-২০০০ পর্যন্ত।
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
১। দ্বিতীয় প্রজন্মে ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক সিস্টেম চালু হয়।
২। SMS (Short Message Service) ও MMS (Multimedia Message Service) সার্ভিস শুরু হয়।
৩। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস চালু হয়।
৪। GSM প্রযুক্তিতে ভয়েস ও ডাটা প্রেরণ করা সম্ভব।
৫। সিগনাল উন্নয়নের জন্য ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হয়।
৬। পেজিং সিস্টেম ব্যবহার করা হয়।