Which one of the following converts scanned text into editable text?
Solution
Correct Answer: Option C
- OCR (Optical Character Recognition) হলো এমন তার প্রযুক্তি যা স্ক্যান করা ছবি বা ডকুমেন্ট থেকে লেখা টেক্সটকে এডিটেবল বা সম্পাদনযোগ্য টেক্সট-এ রূপান্তর করে।
- অন্যদিকে, Image Scanner কেবল কোনো লেখা বা ছবিকে হুবহু ডিজিটাল ছবিতে রূপান্তর করে, যা সরাসরি এডিট করা যায় না।
- OMR (Optical Mark Recognition) প্রযুক্তিটি নির্দিষ্ট বৃত্ত ভরাট বা দাগানো চিহ্ন (যেমন- এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র) শনাক্ত করতে ব্যবহৃত হয়।
- Touch Screen হলো একটি ডিসপ্লে যা ব্যবহারকারীর স্পর্শ বা চাপ শনাক্ত করে ইনপুট গ্রহণ করে, এটি টেক্সট রূপান্তরের সাথে সম্পর্কিত নয়।