ই-কমার্সের প্রথম ধারণা আসে কত সালে?

A ১৬৬৭

B ১৯৬৯

C ১৯৭২

D ১৯৭৯ 

Solution

Correct Answer: Option D

- ই-কমার্সের প্রথম ধারণা আসে ১৯৭৯ সালে

- মাইকেল অ্যালড্রিচ (Michael Aldrich) নামক একজন ব্রিটিশ উদ্ভাবক সর্বপ্রথম টেলিশপিং (Teleshopping) নামক একটি ব্যবস্থা তৈরি করেন যা আধুনিক ই-কমার্সের ভিত্তি স্থাপন করে।

- তিনি একটি মডিফাইড টেলিভিশনকে টেলিফোন লাইনের মাধ্যমে রিয়েল-টাইম ট্রানজেকশন প্রসেসিং কম্পিউটারের সাথে যুক্ত করে এই প্রযুক্তি আবিষ্কার করেন।

- এই আবিষ্কারের ফলেই প্রথমবারের মতো ঘরে বসে ইলেকট্রনিক মাধ্যমে পণ্য কেনা-বেচার ধারণাটি বাস্তবে রূপ নেয়।

- পরবর্তীতে ১৯৮২ সালে বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জ (Boston Computer Exchange) বিশ্বের প্রথম ই-কমার্স কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions