Loading [MathJax]/extensions/tex2jax.js
 
কোন প্রযুক্তিতে ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায়?

A UMTS 

B CDMA 

C EDGE

D GSM 

Solution

Correct Answer: Option B

- CDMA প্রযুক্তিটি একটি Advanced Digital Technology যা আমেরিকান ওয়্যারলেস্ কমিউনিকেশন গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান Qualcom আবিষ্কার করে।

- এটা ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করে।

- CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় বলে একে Green Phone বলে৷

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions